রাজনৈতিক কর্মসূচির নামে বিএনপি প্রতিবন্ধকতা তৈরি করলে নিরাপত্তা বাহিনী এর জবাব দেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলছেন, তাদের রাজনৈতিক কৌশল আছে। তারা জান-মালের ক্ষতি করবে, এটা করতে দেওয়া হবে না। তবে তাদের রোজকার মিটিংয়ে বাধা দেওয়া হবে না।
রোববার (৩১ জুলাই) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় শোক দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
শোক দিবসের কর্মসূচি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা এখনও শেষ হয়নি। তাই স্বাস্থ্যবিধি মেনে সব কর্মসূচি পালন করা হবে। কর্মসূচি পালনস্থলে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে, যাতে কোনো রকম অসুবিধা কেউ সৃষ্টি ঘটাতে না পারে। তিনি জানান, দিবস ঘিরে এ মুহূর্তে কোনো ধরনের নাশকতার সিগনাল নাই। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি করতে দেওয়া হবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এমকে