গণতান্ত্রিক চর্চায় সর্বদাই বিএনপির অনীহা: ওবায়দুল কাদের

২০ মার্চ ২০২২

গণতান্ত্রিক চর্চায় সর্বদাই বিএনপির এক ধরনের অনীহা রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, নির্বাচনবিমুখ একটি দল কীভাবে গণতন্ত্রের কথা বলে? দলের অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চায় দেশের যে কোনও রাজনৈতিক দলের চেয়ে আওয়ামী লীগ এগিয়ে রয়েছে। রোববার (২০ মার্চ) দেওয়া এক বিবৃতিতে এমন মন্তব্য করেন।  বিএনপি নেতাদের 'লাগাতার মিথ্যাচার ও অপপ্রচারের' তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে এ বিবৃতি দেন।

ভোটে নির্বাচিত হয়েও জাতীয় সংসদে যাওয়ার বিষয়ে বিএনপি দ্বিধাগ্রস্ত ছিল উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তাদের মহাসচিব নির্বাচিত হয়ে সংসদে না গেলেও সংসদে তাদের দলের প্রতিনিধিত্ব রয়েছে। এ ধরনের দ্বিধাগ্রস্ত এবং সিদ্ধান্ত গ্রহণে অক্ষম রাজনৈতিক নেতৃত্ব দেশের কল্যাণ করার সক্ষমতা রাখে না, এটা প্রমাণিত। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার রাষ্ট্র পরিচালনায় এ দেশের মানুষের ভাগ্যের যত উন্নয়ন ঘটছে; দেশ যত উন্নত-সমৃদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠায় অগ্রসর হচ্ছে, ততই বিএনপি নেতারা হতশাগ্রস্ত হয়ে প্রতিনিয়ত প্রলাপ বকছে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর