পঞ্চগড়ে সরকারি চাল জব্দ

৩১ জুলাই ২০২২

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ বস্তা চাল জব্দ করা হয়েছে। শনিবার দুপুরে ব্যারিস্টার বাজার এলাকা থেকে এ চাল আটক করা হয়। পরে এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় জিডির পর জব্দ দেখানো হয়েছে।

জেলা গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যমতে, পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা খাদ্য গুদাম থেকে কাজীপাড়া আহসান হাবীবের বাড়িতে নেওয়া হচ্ছিল এ চাল। ভ্যানযোগে নেওয়ার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চালের ক্রেতা পালিয়ে যায়। ভ্যানচালক তৌহিদুল ইসলাম জানান,  ভাড়ার বিনিময়ে তিনি এ চাল তার ভ্যানে লোড করেন। ক্রেতার নাম তিনি বলতে পারেননি।

পঞ্চগড় সদর উপজেলার খাদ্য পরিদর্শক আব্দুল্লাহ আরেফীনের সাথে মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তিনি সরাসরি দেখা করতে বলেন। পঞ্চগড় সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো.মাসুদুল হক জানান, সরকারি চাল আটকের বিষয়টি তার জানা নেই। পঞ্চগড় সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ মিঞা জানান, এ ঘটনায় জিডি হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মো.সম্রাট হোসাইন/এমকে


মন্তব্য
জেলার খবর