পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ

৩১ জুলাই ২০২২

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ে  বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির বোদা ও দেবীগঞ্জ উপজেলাসহ পঞ্চগড় পৌর শাখার নেতাকর্মীরা। সারাদেশে লোডশেডিং ও জ্বালানিখাতে অব্যবস্থাপনার প্রতিবাদে রোববার (৩১ জুলাই) বেলা ১২ টায় দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হয়।

পৌর বিএনপির আহবায়ক আব্দুস সামদ তাঁরার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব ও চাপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদসহ যুবদল, ছাত্রদলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। এর আগে বিক্ষোভ মিছিল করে তারা।

 

মো.সম্রাট হোসাইন/এমকে


মন্তব্য
জেলার খবর