চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
মাঠে কাজ করার সময় পাবনার চাটমোহরে বজ্রাঘাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় এক ষাঁড় গরুর মৃত্যুসহ এক গৃহবধু আহত হয়েছে। রোববার বেলা আড়াইটার দিকে (৩১ জুলাই) ফৈলজানা ইউনিয়নের কচুগাড়ি উত্তর মাঠে, আটলংকা নতুনপাড়া ও পবাখালি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
হতাহতরা হলেন- কচুগাড়ি পশ্চিমপাড়া গ্রামের মৃত শওকত আলীর ছেলে সাইফুল ইসলাম (৪২), একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে রেজাউল করিম (৪০) ও পবাখালি গ্রামের মো. সুরুজ প্রামাণিকের স্ত্রী লতা খাতুন (২২)। ষাঁড় গরুটি হচ্ছে নতুনপাড়া গ্রামের বাসিন্দা আকরাম হোসেনের।
ফৈলজানা ইউনিয়নের বাসিন্দাদের একজন এস এম. মনিরুজ্জামান আকাশ স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, একদিকে আকাশে ঘন মেঘ ছিল, অন্যদিকে গবাদিপশুর জন্য ঘাস কাটছিল সাইফুল ইসলাম এবং জমিতে পাট কাটছিলেন রেজাউল করিম। এ সময় বিকট শব্দে বজ্রপাত হয়। পরে শোনা যায়, তারা মারা গেছেন।
অপরদিকে ঘরে থাকা অবস্থায় বজ্রাঘাতে আক্রান্ত হন লতা খাতুন। এরপর ক্ষণে ক্ষণে অচেতন হয়ে পড়লে তাকে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। আর ষাঁড় গরুটি সড়কের পাশে বাঁধা অবস্থায় মারা যায় বলে জানা গেছে।
মহিদুল খান