সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর বেড়েছে। বড় উত্থান দেখা গেছে মূল্যসূচকের । একইসঙ্গে আগের কার্যদিবসের তুলনায় লেনদেনও বেড়েছে, পরিমাণে লেনদেন বেড়েছে ১২৬ কোটি ১৮ লাখ টাকা। অন্যদিকে আরেক পুজিবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই ধরণের চিত্র দেখা গেছে।
ডিএসইর সূচকগুলোর মধ্যে ডিএসইএক্স ১৫৩ দশমিক ৪৪, ডিএসইএস ৩১ দশমিক ২৭ আর ডিএস৩০ সূচক ৪৮ দশমিক ৩২ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। ডিএসইএক্স ৬ হাজার ১৩৩, ডিএসইএস এক হাজার ৩৩৯ দশমিক ৪৭ আর ডিএস৩০ সূচক ২ হাজার ১৯৩ দশমিক ৫৭ পয়েন্টে অবস্থান করে। লেনদেন হয় মোট ৫৬৭ কোটি ৯৫ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৪৪১ কোটি ৭৭ লাখ ৮২ হাজার টাকা। লেনদেন হওয়া মোট ৩৮২ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৬২টির, বিপরীতে কমেছে মাত্র ৭টির এবং অপরিবর্তিত থাকে বাকি ১৩টির।
অন্যদিকে সিএসইতে সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ২২৭ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৭৭০ দশমিক ৪৮ পয়েন্টে এবং সিএএসপিআই ৩৭৯ দশমিক ১০ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৯৭৬ দশমিক ৬৬ পয়েন্টে অবস্থান করে। লেনদেন হওয়া মোট ২৮৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৬৭টির, বিপরীতে কমেছে ৪টির এবং অপরিবর্তিত থাকে বাকি ১২টির। ১২ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। আগের কার্যদিবসে লেনদেনের অঙ্ক ছিল ১১ কোটি ১১ লাখ টাকা।
এমকে