একসঙ্গে তিন সন্তান ভূমিষ্ঠ, দুই নবজাতকসহ প্রসূতির মৃত্যু

২০ মার্চ ২০২২

ভোলা প্রতিনিধি:

ভোলার মনপুরার একসঙ্গে তিন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর দুই নবজাতকসহ প্রসূতির মৃত্যু হয়েছে। শনিবার (১৯মার্চ) রাত সাড়ে ১১ টায় দিকে স্থানীয় সরকারি হাসপাতালে চিকিৎসাধীন প্রসূতির মৃত্যু হয়। মারা যাওয়া প্রসূতি হলেন রুপন, তিনি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের বাসিন্দা মহিউদ্দিনের স্ত্রী ও হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা মো. ফারুকের মেয়ে।

রুপনের স্বামী মহিউদ্দিন বলেন, বাড়িতে প্রকৃতিগতভাবে তার স্ত্রী দুই কন্যা ও এক ছেলে সন্তান প্রসব করেন। প্রসব পরবর্তী অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মায়ের মৃত্যু আগে এক কন্যা ও এক ছেলের মৃত্যু হয়। জীবিত থাকা অপর সন্তানটির অবস্থাও ভালো নয়।

মনপুরা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. রাসেল আহমেদ ভূইয়া বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে প্রসূতির মৃত্যু হয়েছে।

কামরুজ্জামান শাহীন/এমকে


মন্তব্য
জেলার খবর