ইবি ছাত্রলীগের নেতৃত্বে আরাফাত ও জয়

০১ অগাস্ট ২০২২

ইবি প্রতিনিধি:

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের ২৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি করা হয়েছে আইন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফয়সাল সিদ্দিক আরাফাত এবং সাধারণ সম্পাদক হয়েছেন অর্থনীতি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাসিম আহম্মেদ জয়। রোববার (৩১ জুলাই) রাত ১১ টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

কমিটির অন্যান্যদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন সহসভাপতি- তন্ময় সাহা টনি,মো: আল-মামুন, ফাহিমুর রহমান সেতু, মো: মোদাচ্ছির খালেক ধ্রুব, মুন্সী কামরুল হাসান অনিক, আরিফুল ইসলাম খান, সুজন কুমার দে, রকিবুল ইসলাম, নাইমুর রহমান জয়, বনি আমিন, মৃদুল হাসান রাব্বি, মো: মামুনুর রশিদ, সানজিদা চৌধুরী অন্তরা, এহসানুল হক ঈশান, যুগ্ম-সাধারণ সম্পাদক- মো: মুজাহিদুল ইসলাম, মো: সরোয়ার জাহান শিশির, মো: মাসুদ রানা লিংকন, হোসাইন মজুমদার, সাংগঠনিক সম্পাদক- মো: জাকির হোসেন, মাইনুল ইসলাম সিদ্দিকী, সোহাগ শেখ ও মো: হামিদুর রহমান।

এর আগে, এক বছর মেয়াদি কমিটি হলেও প্রায় আড়াই বছর পর ২০২১ সালের ৮ ডিসেম্বর সেই কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। দুপুরের দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেভ শর্মা রনি। কমিটি বিলুপ্তির পর ১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে ওই পদ দুটিতে যারা আগ্রহী তাদের সিভি জমা সংগ্রহ করেন কেন্দ্রীয় কমিটির তিনজন সদস্য। ৫৭ জন নেতাকর্মী সিভি জমা দেন তাদের কাছে।

 

তাসনিমুল হাসান/এমকে


মন্তব্য
জেলার খবর