খালি জায়গায় উৎপাদন করতে হবে: প্রধানমন্ত্রী

০১ অগাস্ট ২০২২

যেখানেই খালি জায়গা, সেখানেই উৎপাদনে কাজ করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, কারও এক ইঞ্চি জমি যেন খালি পড়ে না থাকে। প্রত্যেকেই কাজ করবে। আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীকেও এটি করতে হবে, পাশাপাশি দেশের মানুষকে এ কাজে উদ্বুদ্ধ করতে হবে। সোমবার (১ আগস্ট) কৃষকলীগের স্বেচ্ছায় রক্ত ও প্লাজমাদান কর্মসূচিতে এ আহবান জানান প্রধানমন্ত্রী।

বিশ্বের বর্তমান পরিস্থিতিতে উন্নত দেশগুলো যখন হিমশিম খায়, তখন তার সরকার সাশ্রয়ে উদ্যোগ নিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী, ‘এটার অর্থ এই নয়, আমরা লুটপাট করছি।  মানুষকে ভালো রাখতে আমরা কাজ করছি। সেটাই করবো।

প্রধানমন্ত্রী বলেন, প্রকৃত গণতন্ত্র থাকলে দেশের উন্নতি হয় এটা আজ প্রমাণিত। আওয়ামী লীগ এটা প্রমাণ করে দিয়েছে। বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, তাদের শাসনামলে দুর্নীতি, খুন-খারাবি আর লুটপাট ছিল স্বাভাবিক চিত্র। ভোটের অধিকারই ছিল না মানুষের। বিএনপির সন্ত্রাসীরা প্রকাশ্যে ব্যালট ছিনিয়ে নিয়েছে। তাদের কাছ থেকেও কথা শুনতে হয়। নির্বাচনের কথা তারা বলে কোন মুখে? প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী।

কৃষকলীগের সভাপতি সমীর চন্দের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী ও ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।

এমকে


মন্তব্য
জেলার খবর