রেমিট্যান্স প্রবাহে সুবাতাস

০২ অগাস্ট ২০২২

চলমান করোনা আর রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশের রেমিট্যান্স প্রবাহে সুবাতাস বইছে। গত ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে গেল জুলাইয়ে, পরিমাণে ২০৯ কোটি ৬৯ লাখ মার্কিন ডলার। বর্তমানে বাংলাদেশি মূদ্রার বিপরীতে প্রতি মার্কিন ডলারের বিনিময়মূল্য হারে  বিনিময় করলে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২০ হাজার কোটি টাকা। ডলারের দর বেশি থাকার পাশাপাশি ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন প্রক্রিয়া সহজ করায় প্রবাসে কর্মরত বাংলাদেশিরা এতো রেমিট্যান্স পাঠিয়েছন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স আসার এ তথ্য জানা গেছে  বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে। সোমবার  (১ আগস্ট) এ প্রতিবেদন প্রকাশ হয়।

বাংলাদেশ ব্যাংক বলছে, গেল জুলাইয়ের আগে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২০ সালের মে মাসে, ২১৭ কোটি ১০ লাখ ডলার। গত জুনে এসেছিল ১৮৩ কোটি ৭২ লাখ ডলার। তুলনা করলে আগের মাস জুনের চেয়ে জুলাইয়ে প্রায় ২৬ কোটি ডলার বেশি এসেছে রেমিট্যান্স।  মে মাসে রেমিট্যান্স এসেছিল ১৮৮ কোটি ৫৩ লাখ ডলার।  গত অর্থবছরের (২০২১-২২) পুরোটা সময় ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ (২১ দশমিক ৩ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে দেশে। এ অঙ্কটা তার আগের অর্থবছরের তুলনায় ১৫ দশমিক ১১ শতাংশ কম। আগের অর্থবছরে (২০২০-২১) রেমিট্যান্স এসেছিল  দুই হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ (২৪ দশমিক ৭৭ বিলিয়ন) ডলার।

এদিকে বর্তমানে আন্তব্যাংক মুদ্রাবাজারে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ৯৪ টাকা ৭০ পয়সা দরে প্রতি মার্কিন ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক। সরকারের আমদানি ব্যয় মেটাতে এ দরে ডলার বিক্রি করা হচ্ছে। যদিও ব্যাংকের বাইরে খোলাবাজার বা কার্ব মার্কেটে  ১০৯ থেকে ১১০ টাকা দরে ডলার বিক্রি হচ্ছে বলে জানা গেছে। ওদিকে কেন্দ্রীয় ব্যাংক বলছে, তাদের নির্ধারিত দরের বাইরে, বেশি দরে ডলার বিক্রি হলে সংশ্লিষ্টদের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 


মন্তব্য
জেলার খবর