মন্তব্য
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত দু’জন মারা গেছেন। এ সময়ে ৬৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তির হিসাবে, আক্রান্ত ৬৫ জনের মধ্যে ৫১ জন ঢাকার এবং ১৪ জন ঢাকার বাইরের। এ বছর এখন পর্যন্ত ১২ জন ডেঙ্গু রোগী মারা গেছেন, এর মধ্যে ৯ জনই মারা গেছেন গেল জুলাই মাসে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩২২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ঢাকায় ২৪৬ জন এবং ঢাকার বাইরে ৭৬ জন রয়েছেন।
এমকে