রাজধানী ঢাকার বর্জ্য হতে বিদ্যুৎ আর সার উৎপাদনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও জাপানের ফুকুওকা একসঙ্গে কাজ করবে। ডিএসসিসি মেয়র তাপসের সঙ্গে সিঙ্গাপুরের জাতীয় উন্নয়ন মন্ত্রী ও সামাজিক সেবা সমন্বয়করণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী ডেসমন্ড লি এবং জাপানের ফুকুওকা শহরের মেয়র সোইচিরো তাকাসিম মধ্যকার এক বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) সিঙ্গাপুরের মেরিনা স্যান্ডস বে হোটেলে এ বৈঠক হয়।
অন্যদিকে তাদের মধ্যে আলাদা এক বৈঠকে পর্যটন শিল্পের বিকাশ ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে ঢাকা ও সিঙ্গাপুরের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করা হয়। বৈঠকে একটি টেকসই ও জলবায়ু সহনশীল নগর ব্যবস্থাপনার লক্ষ্যে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা প্রণয়নে গৃহীত উদ্যোগ সম্পর্কে জানান মেয়র তাপস। এ উদ্যোগ সম্পর্কে সিঙ্গাপুরের ভারপ্রাপ্ত উন্নয়নমন্ত্রী বলেন, এ ধরনের পরিকল্পনা ও সেটার যথার্থ বাস্তবায়ন নগর ব্যবস্থাপনার জন্য জরুরি। কারণ এর মাধ্যমে ঢাকায় জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব একদিকে যেমন কাটিয়ে ওঠা যাবে, অন্যদিকে তেমন জলবায়ুর অভিঘাত সহনশীল ও আধুনিক নগরী হিসেবে গড়ে উঠবে। বৈঠকে ঢাকা-সিঙ্গাপুর বাণিজ্য বৃদ্ধি সংক্রান্ত নানাবিধ বিষয় নিয়েও আলোচনা হয়।
এমকে