ইউরিয়ার দাম বৃদ্ধিতে কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে: বিএনপি

০২ অগাস্ট ২০২২

ইউরিয়ার সারের দাম বস্তাপ্রতি ৩০০ টাকা বৃদ্ধি করায় কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছে বিএনপি। তাই এ সারের মূল্য পূর্ববস্থায় রাখার দাবি জানিয়েছে দলটি। সম্প্রতি ইউরিয়া সারের দাম কেজিতে ৬ টাকা বৃদ্ধি করায় উদ্বেগ প্রকাশসহ এ দাবি জানানো হয়। মঙ্গলবার (২ আগস্ট) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, লোডশেডিংয়ে যেখানে সেচ ব্যাহত হচ্ছে, সেখানে ইউরিয়ার দাম বৃদ্ধি করায় কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্তের পাশাপাশি খাদ্য নিরাপত্তাও অনিশ্চিয়তায় পড়বে।  সোমবার (১ আগস্ট) রাতে দলটির স্থায়ী কমিটির সভায় এ মতামত ব্যাক্ত করা হয়। সভায় ভোলায় বিএনপির সমাবেশে পুলিশের হামলার প্রতিবাদ জানানো হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে (ভার্চুয়াল) সভায় বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এমকে


মন্তব্য
জেলার খবর