৮ আগস্ট আত্মপ্রকাশ করবে গণতন্ত্র মঞ্চ

০২ অগাস্ট ২০২২

আগামী ৮ আগস্ট দেশের রাজনৈতিক অঙ্গনে আত্মপ্রকাশ করবে গণতন্ত্র মঞ্চ। সাত দলের সমন্বয়ে গঠিত এ জোট একটি কার্যকর বিকল্প হতে পারে। এর মাধ্যমে অন্যান্য দলের সঙ্গে সম্মিলিতভাবে গণতন্ত্রের জন্য আওয়াজ তোলা সম্ভব হবে। মঙ্গলবার (২ অগাস্ট)  ‘ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক প্রস্তাব’ শীর্ষক এক মতবিনিময় সভায় এমনটাই জানালেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।রাজধানী ঢাকায় জাতীয় প্রেসক্লাবে গণসংহতি আন্দোলন এ সভার আয়োজন করে।

সভায় আরও বক্তব্য দেন- মাহমুদুর রহমান মান্না, নুরুল হক নুর, ফিরোজ আহমেদ, ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, শাখাওয়াত হোসেন ভূঁইয়া, হাবিবুর রহমান রিজু ও শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

এমকে


মন্তব্য
জেলার খবর