ভাসুরের ছেলের বিরুদ্ধে বিধবার ধর্ষণ মামলা

০২ অগাস্ট ২০২২

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহরে নিজের আপন ভাসুরের ছেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন এক বিধবা নারী। সোমবার (১ আগস্ট) সন্ধ্যায় থানায় মামলাটি করেন ভুক্তভোগী নিজেই। এদিকে এ মামলায় অভিযুক্তকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ। তার আগে ভুক্তভোগীসহ অভিযুক্তকে আটক করে পুলিশে দেয় তাদের স্বজনেরা। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

অভিযুক্ত হচ্ছে নিমাইচড়া ইউনিয়নের পারমাঝগ্রামের মৃত আ. কুদ্দুসের ছেলে মো. মকবুল হোসেন। জানা গেছে, বিয়ের প্রলোভন দেখিয়ে ঘটনাটি ঘটায় অভিযুক্ত। গেল ৩১ জুলাই রাতে ভুক্তভোগীর ঘরে এ ঘটনা ঘটে। এ সময় তাদের আটক করে বিয়ের কথা বলা হয়। কিন্তু অপারগকতা প্রকাশ করে মকবুল  হোসেন। পরে তাদের দু’জনকেই পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ভুক্তভোগীর স্বামী প্রায় ১১ বছর আগে মারা যায়। এরপর থেকেই বিধবা চাচীর পিছু নেয় অভিযুক্ত। নানাভাবে কু-প্রস্তাব ও উত্যক্ত করার পর বিয়ে করার প্রলোভন দেখায়। রাজী হওয়ায় ঘটনার রাতে ভুক্তভোগীর ঘরে ঢোকেন অভিযুক্ত। ডাক্তারি পরীক্ষার জন্য ভুক্তভোগীকে পাবনা পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

মহিদুল খান


মন্তব্য
জেলার খবর