ইন্দোনেশিয়ার জাকার্তায় বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত ডেপুটি চিফ অব মিশন কাজী আনারকলিকে প্রত্যাহার করা হয়েছে। মাদক সংশ্লিষ্টতার অভিযোগ উঠায় সেখান থেকে তাকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
শাহরিয়ার আলম বলেন, ইন্দোনেশিয়া সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে কাজী আনারকলিকে ইতোমধ্যেই ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। বিষয়টি নিয়ে এটা তদন্ত চলছে। তদন্তে অভিযোগর প্রমাণ পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রতিমন্ত্রী বলেন, এ ঘটনা সরকারের জন্য বিব্রতকর। একজন পররাষ্ট্র ক্যাডারের যে হাই স্ট্যান্ডার্ড, এটার সঙ্গে কমপ্রোমাইজ করা হবে না বলেও জানান তিনি।
ইন্দোনেশিয়ার গণমাধ্যম বলছে, নিষিদ্ধ মাদক মারিজুয়ানা পাওয়ার অভিযোগে গত ৫ জুন কাজী আনারকলির অ্যাপার্টমেন্টে অভিযান চালায় ইন্দোনেশিয়ার মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
এমকে