মারিউপোলে স্কুলে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা

২১ মার্চ ২০২২

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় মারিউপোলের কেন্দ্রস্থলে যখন রুশ ও ইউক্রেনীয় সৈন্যদের মধ্যে রাস্তায় রাস্তায় যুদ্ধ চলছে, তার মধ্যেই শহরের একটি আর্ট স্কুলের ওপর রুশ বাহিনী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, অবরুদ্ধ মারিউপোল শহরের ওই স্কুল ভবনটিতে প্রায় ৪০০ লোক আশ্রয় নিয়েছিল।

 

এ আক্রমণের খবর কোনো স্বাধীন সূত্র থেকে নিশ্চিত করা যায়নি। ভবনটিতে নারী, শিশু ও বয়স্ক মানুষেরা আশ্রয় নিয়েছিলেন বলে বলা হচ্ছে। ভবনটি ধ্বংস হয়ে গেলেও এতে কতজন হতাহত হয়েছে তা জানা যায়নি। মারিউপোলের কাউন্সিলও বলছে, কতজন নিহত হয়েছে তা তারা জানেন না।

 

মারিউপোল শহরটি একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর। এটি এখন রুশ বাহিনী ঘিরে রয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ বন্দর এবং এটি রুশ দখলে চলে গেলে, রাশিয়ার মূলভুমি থেকে শুরু করে লুহানস্ক ও দোনেৎস্ক হয়ে ক্রাইমিয়া পর্যন্ত একটি স্থল করিডোর তৈরি হয়ে যাবে।

 

মারিউপোল শহরে প্রায় ৩ লক্ষ লোক অবরুদ্ধ হয়ে আছে। নগরীর কেন্দ্রস্থলে রাস্তায় রাস্তায় এখন রুশ ও ইউক্রেনীয় সৈন্যদের মধ্যে লড়াই হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে।

 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মারিউপোলের ওপর রুশ আক্রমণকে এমন এক ভয়াবহতা বলে অভিহিত করেছেন, যা 'শত শত বছর ধরে মানুষ মনে রাখবে।'

 

মারিউপোলের মেয়র ভাদিম বয়চেংকো বলেছেন, এ শহরের হাজার হাজার লোককে জোর করে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে - তবে এ খবরটিও স্বাধীন সূত্র থেকে নিশ্চিত করা যায়নি।

 

সূত্র : বিবিসি


মন্তব্য
জেলার খবর