সহজ প্রতিপক্ষ। জয়ের সমীকরণটাও বেশ সহজ। লক্ষ্য মাত্র ১৫৭ রান। তবুও ব্যর্থ বাংলাদেশ। টি-টেয়েন্টি ফরমেটে এখনও আনাড়িই রইল। মঙ্গলবার জিম্বাবুয়ের বিপক্ষে ১০ রানে হেরেছে বাংলাদেশ ক্রিকেট টিম। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে হেরে ২-১ ব্যবধানে সিরিজ হারল বাংলাদেশ। এ নিয়ে প্রথমবারের মতো টাইগারদের বিপক্ষে সিরিজ জয়ের আনন্দে ভাসল জিম্বাবুয়ে।
সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৫৬ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে ১৪৬ রানের বেশি এগাতে পারেনি বাংলাদেশ।
রান তাড়া করতে নেমে শুরুতেই লিটন দাসকে হারায় বাংলাদেশ। দ্বিতীয় ওভারে স্টাম্পে থাকা লেংথ বল সামলাতে গিয়ে শট খেলেন লিটন। টাইমিং ঠিক হয়নি। ব্যাটের কানায় লেগে ক্যাচ যায় নিয়াউচির হাতে। ভাঙে ১৩ রানের জুটি। দুই চারে ৬ বলে ১৩ রান করে বিদায় নেন তিনি। লিটন ফেরার পর হতাশ করেন বাকি টপ অর্ডাররাও। একে একে বিদায় নেন অভিষিক্ত পারভেজ হোসেন ইমন (২), এনামুল হক বিজয় (১৬) ও নাজমুল শান্ত (১৪)।
এরপর পঞ্চম উইকেট জুটিতে কিছুটা লড়াই করেন মাহমুদউল্লাহ ও আফিফ হোসেন। কিন্তু এ জুটিও বেশিদূর এগোতে পারেনি। ৩৯ রানের মাথায় এ জুটি ভেঙে দেয় জিম্বাবুয়ে। ২৭ বলে ২৭ রান করে বিদায় নেন একাদশে ফেরা মাহমুদউল্লাহ।
এরপর উইকেটে এলেন আর গেলেন নেতৃত্ব পাওয়া সৈকত। গোল্ডেন ডাকে মাঠ ছাড়া হন তিনি। দ্রুত উইকেট হারানোর পর বিপদে পড়ে যায় বাংলাদেশ। সেখান থেকে দলকে বাচাতে লড়েন আফিফ ও মেহেদী হাসান। কিন্তু দুজন মিলে পারেননি দলকে উদ্ধার করতে। ১৭ বলে ২২ রান করেন মেহেদী। আর আফিফ করেন ২৭ বলে ৩৯ রান।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৫৬/৮ (চাকাভা ১৭, আরভিন ২৪, মাধেভেরে ৫, রাজা ০, উইলিয়ামস ২, শুম্বা ৪, বার্ল ৫৪, জঙ্গুয়ে ৩৫, ইভান্স ৫*, নিয়াউচি ১*; মুস্তাফিজ ৪-০-২২-১, মেহেদি ৪-০-২৮-২, মোসাদ্দেক ৪-০-২২-১, নাসুম ২-০-৪০-১, হাসান ৪-০-২৮-২, মাহমুদউল্লাহ ২-০-৮-১)।
বাংলাদেশ: ২০ ওভারে ১৪৬/৮ (লিটন ১৩, পারভেজ ২, এনামুল ১৪, শান্ত ১৬, মাহমুদউল্লাহ ২৭, আফিফ ৩৯*, মোসাদ্দেক ০, মেহেদি ২২, হানান ৩, নাসুম ২*; ইভান্স ৪-০-২৬-২, নিয়াউচি ৪-০-২৯-৩, মাধেভেরে ২-০-১৪-১, রাজা ৪-০-২১-০, মাসারা ১-০-৫-০, উইলিয়ামস ২-০-১৬-১, জঙ্গুয়ে ৩-০-২৮-১)।
ফল : ১০ রানে জয়ী জিম্বাবুয়ে।
সিরিজ : ২-১ ব্যবধানে জয়ী জিম্বাবুয়ে।