হানিমুনে ব্যংককে পূর্ণিমা

০৩ অগাস্ট ২০২২

এ বছরের মে মাসে নতুন করে বিয়ে করেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। স্বামী আশফাকুর রহমান রবিন। রবিন একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। বিয়ের দুই মাস পর এ খবর জানান পূর্ণিমা।

 

বিয়ের পর হানিমুনে গেছেন তিনি। পূর্ণিমার পারিবারিক সূত্রের খবর, ২৮ জুলাই ব্যাংককে উড়াল দিয়েছেন স্বামীর সাথে। ঘুরছেন ব্যাংকক, পাতায়া ও ফুকেটে। সপ্তাহখানেকের এ হানিমুন সফর শেষে দুই-এক দিনের মধ্যে ঢাকায় ফিরবেন তারা।

 

জানা যাচ্ছে, এটি তার তৃতীয় বিয়ে। ২০০৫ সালের ৬ সেপ্টেম্বর বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক কিবরিয়ার সঙ্গে প্রথমবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সেই সংসারের ইতি টানেন ২০০৭ সালের ১৫ মে। পরে ওই বছরের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন পূর্ণিমা।

 

২৭ মের  বিয়ে প্রসঙ্গে পূর্ণিমা জানিয়েছেন, ‘তিন বছরের বন্ধুত্ব আমাদের। দুই পরিবার আমাদের মতামতকে গুরুত্ব দেয়। পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।’

 


মন্তব্য
জেলার খবর