মন্তব্য
করোনা ম হামারির প্রকোপ কমার আগের আতঙ্ক ছড়াতে শুরু করেছে মাঙ্কিপক্স। পৃথিবীর বিভিন্ন দেশে এর প্রকোপ দেখা যাচ্ছে। ফ্রান্সে এ পর্যন্ত দুই হাজার ১৭২ জনের শরীরে এটি শনাক্ত করা হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফ্রাঙ্কো ব্রন এ তথ্য জানিয়েছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী ফ্রাঙ্কো ব্রন পার্লামেন্টে বলেন, মাঙ্কিপক্সের টিকা দেওয়া প্রথম কয়েকটি দেশের মধ্যে অন্যতম ফ্রান্স। এরই মধ্যে ৪২ হাজার ডোজ টিকা দেওয়া হয়েছে। আড়াই লাখ মানুষকে দেওয়ার মতো টিকা ফ্রান্সের হাতে রয়েছে বলেও তিনি।