অনেক দিন ধরে পর্দার বাইরে মাহিয়া মাহি। বড় পর্দায় দেখা যায় না ঢালিউডের জনিপ্রয় এ নায়িকাকে। ব্যক্তিগত জীবন নিয়েই ব্যস্ত থাকতে দেখা গেছে তাকে। ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের মুখে মুখে ছিলেন বছরজুড়ে। তবে পর্দায় তেমন কোনো কাজ করেননি এ নায়িকা।
মাহি ভক্তদের জন্য সুখবর হচ্ছে, বিরতি কাটিয়ে তিনি আবারো পর্দায় ফিরতে যাচ্ছেন। আগামী ৩ মাসের মধ্যেই মুক্তি পাবে তার দু’টি সিনেমা- ‘আশীর্বাদ’ ও ‘যাও পাখি বলো তারে’। দু’টি সিনেমাই পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। ‘আশীর্বাদ’ সিনেমায় মাহিয়া মাহির সঙ্গে অভিনয় করেছেন জিয়াউল রোশান। এছাড়াও আছেন কাজী হায়াত, রেহানা জলি, শাহনূর, হারুন রশিদ প্রমুখ। এটি মুক্তি পাবে আগামী ১৯ আগস্ট। এ উপলক্ষে শুরু হয়েছে প্রচারণা। সেটার অংশ হিসেবে গত সোমবার প্রকাশ করা হয় সিনেমাটির ফার্স্টলুক।
অন্যদিকে ‘যাও পাখি বলো তারে’ সিনেমায় মাহিয়া মাহির সঙ্গে আছেন শিপন মিত্র ও আদর আজাদ। এটি মুক্তি পাবে আগামী ৭ অক্টোবর। সেপ্টেম্বরে শুরু হবে সিনেমাটির প্রচারণা।