অবশেষে এশিয়া কাপের পর্দা উঠছে আরব আমিরাতে। এবারের আয়োজক শ্রীলঙ্কা হলেও তারা আয়োজক হতে ব্যর্থ হয়েছে। ২৭ আগস্ট পর্দা উঠবে এশিয়া কাপের। শ্রীলঙ্কা -আফগানিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়ার ক্রিকেট খেলুড়েদের এ আসর। টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ফাইনাল হবে ১১ সেপ্টেম্বর দুবাইয়ে।
বাছাইয়ের সেরা দল যোগ দেবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সঙ্গে মূল পর্বে। দুটি গ্রুপে ভাগ হয়ে ৬টি দল লড়বে মূল টুর্নামেন্টে। ভারত ও পাকিস্তানের সঙ্গে ‘এ’ গ্রুপে থাকবে বাছাই পর্ব উতরে আসা দল। আর ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান।
দুই গ্রুপের শীর্ষ দুই দল লড়বে সুপার-৪ রাউন্ডে। যেখানে দলগুলো লিগ ফরম্যাটে একে অন্যের বিরুদ্ধে খেলবে। সেখান থেকে সেরা দুই দল উঠবে ফাইনালে। প্রত্যেকেটি ম্যাচ স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশের রাত ৮টা) শুরু হবে।
গ্রুপ ‘এ’:
ভারত-পাকিস্তান: ২৮ আগস্ট, দুবাই
ভারত-কোয়ালিফায়ার: ৩১ আগস্ট, দুবাই
পাকিস্তান-কোয়ালিফায়ার: ২ সেপ্টেম্বর, শারজা গ্রুপ
গ্রুপ ‘বি’:
শ্রীলঙ্কা-আফগানিস্তান: শে আগস্ট, দুবাই
বাংলাদেশ-আফগানিস্তান: ৩০ আগস্ট, শারজা
শ্রীলঙ্কা-বাংলাদেশ: ১ সেপ্টেম্বর, দুবাই
সুপার ৪:
বি১-বি২: ৩ সেপ্টেম্বর, শারজা
এ১-এ২: ৪ সেপ্টেম্বর, দুবাই
এ১-বি২: ৬ সেপ্টেম্বর, দুবাই
এ২-বি২: ৭ সেপ্টেম্বর, দুবাই
এ১-বি২: ৮ সেপ্টেম্বর, দুবাই
বি১-এ২: ৯ সেপ্টেম্বর, দুবাই
ফাইনাল: ১১ সেপ্টেম্বর, দুবাই