ভোলা প্রতিনিধি:
ভোলা জেলা স্বেচ্ছাসেবক লীগের সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। বুধবার (৩ আগস্ট) সকালে ভোলা প্রেস ক্লাবের সামনে স্বেচ্ছাসেবক লীগের পদ বঞ্চিত নেতাকর্মীদের একটি অংশ এ বিক্ষোভ ও মানববন্ধন করে। শহরে বিক্ষোভ মিছিল শেষে প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন হয়।
মানবন্ধনে বক্তরা বলেন, জেলায় ত্যাগী ও নির্যাতিত কর্মীদের বাদ দিয়ে অযোগ্য ও হাইব্রিডদের দিয়ে নতুন এ কমিটি ঘোষণা করা হয়েছে। বক্তব্য দেন- স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম তুহিন, সদস্য মাকসুদুর রহমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন মো. জাকির হোসেন মিয়াজী, রাকিব হাসান, এম রহমান রুবেল প্রমূখ।
উল্লেখ্য. গত ২৫ জুলাই জেলা স্বেচ্ছাসেবক লীগের ১৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি (আংশিক) ঘোষণা করা হয়। ওই কমিটিতে মো. আবু ছায়েমকে সভাপতি ও আকতার হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কামরুজ্জামান শাহীন/এমকে