আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশেও ইউরিয়া সারের দাম কমানো হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি মনে করেন, সম্প্রতি এ সারের যে দাম বাড়ানো হয়েছে, তার ফলে উৎপাদনে কোনো প্রভাব পড়বে না। বুধবার (৩ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। বরিশাল শহরে শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে বরিশাল বিভাগসহ উপকূলীয় অঞ্চলে তেল ফসল ও ধানের উৎপাদন বৃদ্ধি শীর্ষক কর্মশালা শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন কৃষিমন্ত্রী। কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
কৃষিমন্ত্রী বলেন, কৃষকদের মধ্যে ইউরিয়া সার বেশি ব্যবহার করার প্রবণতা রয়েছে। ডিএপি সারে শতকরা ১৮ ভাগ নাইট্রোজেন বা ইউরিয়া সারের উপাদান রয়েছে। তাই ইউরিয়া সারের অপ্রয়োজনীয় ও মাত্রাতিরিক্ত ব্যবহার কমিয়ে আনতে সরকার ডিএপি সারের মূল্য প্রতিকেজি ৯০ টাকা থেকে ধাপে ধাপে কমিয়ে ১৬ টাকা নির্ধারণ করে। ফলে বিগত কয়েক বছরে ডিএপির ব্যবহার দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। ডিএপির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় ইউরিয়ার ব্যবহার কমার ভাবনা থাকলেও কমেনি। দাম বৃদ্ধির ফলে এবার ইউরিয়ার কমবে বলেও আশা প্রকাশ করেন কৃষিমন্ত্রী।
এমকে