মন্তব্য
দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) থেকে দেশে নতুন দামে সোনা কেনাবেচা হবে। বুধবার (৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভরিপ্রতি ২২ ক্যারেটের সোনার দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৪৯ টাকা। বিক্রি হবে ৮২ হাজার ৩৪৭ টাকায়। দাম বাড়ানোর আগে বিক্রি হয়েছে ৮১ হাজার ২৯৮ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেট ৭৮ হাজার ৬১৫ টাকায়, ১৮ ক্যারেট ৬৭ হাজার ৪১৭ টাকায় আর সনাতন পদ্ধতির ক্ষেত্রে ৫৫ হাজার ৬৯৫ টাকায় কেনাবেচা হবে প্রতি ভরি সোনা। তবে রুপার দাম অপরিবর্তিত আছে। এর আগে গেল ২৮ জুলাই একবার সোনার দাম বাড়িয়েছিল বাজুস।