মূল্যস্ফীতি কমেছে: পরিকল্পনামন্ত্রী

০৩ অগাস্ট ২০২২

চলতি বছরে জুন মাসের তুলনায় জুলাই মাসে সাধারণ মূল্যস্ফীতি কমেছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তার দেওয়া তথ্যমতে, জুলাইতে  মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৪৮ শতাংশ। জুনে এটা ছিল ৭ দশমিক ৫৬ শতাংশ। বুধবার (৩ আগস্ট) পরিকল্পনা কমিশনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী।

মূল্যস্ফীতি বাড়লে মানুষের কষ্ট হয় উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী আরো জানান, মূল্যস্ফীতির হার কমতে শুরু করেছে। সামনে কমতির ধারা অব্যাহত থাকবে।  পরিকল্পনামন্ত্রী জানান, অনেকে বলেছিল বাংলাদেশ শ্রীলঙ্কা হবে। তাদের বলছি- আমরা শ্রীলঙ্কা হইনি, হবো না। খাদ্যের জাহাজ রাশিয়া থেকে সাগরে ভাসতে ভাসতে আমাদের তীরে আসবে। তেল, চাল ও গমের দাম কমছে।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর