তাইওয়ান থেকে বেশ কিছু পণ্য আমদানি করা বন্ধ করার ঘোষণা দিয়েছে চীন। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে এ পদক্ষেপ নিয়েছে বেইজিং।
চীনা কর্তৃপক্ষের তথ্য অনুসারে, তাইওয়ান থেকে কমলা লেবু ও কয়েক ধরনের মাছ আমদানি স্থগিত করা হয়েছে। তাইওয়ানের এসব পণ্যে মাত্রাতিরিক্ত কীটনাশক ধরা পড়ার পর চীন এ ব্যবস্থা নিল। এছাড়া, কিছু হিমায়িত মাছে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে বলেও দাবি করেছে চীন।
এদিকে, চীনের বাণিজ্য মন্ত্রণালয় আলাদা বিবৃতিতে জানিয়েছে- তাইওয়ান থেকে তারা বালু আমদানি স্থগিত করবে। তবে এ ব্যাপারে মন্ত্রণালয় বিস্তারিত কিছু এখনও জানায়নি।
ন্যান্সি পেলোসির সফরের আগে সোমবার তাইওয়ানের ১০০’র বেশি ফুড ব্রান্ডের ওপর নিষেধাজ্ঞা দেয় চীন। এর মধ্য চা, মধু ও সি ফুডের মতো আইটেম রয়েছে।