কেজি প্রতি ৬ টাকা বাড়ানোর পর চাহিদার যোগান দিতে ৬০ হাজার টন ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সার কিনতে ব্যয় ধরা হয়েছে ৩১৫ কোটি ৪৭ লাখ ৪৮ হাজার ১০০ টাকা। সৌদি আরব ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে এ সার কেনা হবে। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ সংক্রান্ত দুই প্রস্তাব অনুমোদন দিয়েছে। বুধবার (৩ আগস্ট) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে কমিটির ভার্চুয়ালি বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল বারিক সাংবাদিকদের বলেন, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) মাধ্যমে কাফকো থেকে দ্বিতীয় ধাপে ৩০ হাজার মেট্রিক টন ও সৌদি আরবের এসএবিআইসি এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে তৃতীয় ধাপে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার কেনা হবে। কাফকো থেকে কিনতে ব্যয় ধরা হয়েছে ১৫৭ কোটি ৩২ লাখ ৭ হাজার ৫০০ টাকা আর সৌদি আরব থেকে কিনতে ১৫৮ কোটি ১৫ লাখ ৪০ হাজার ৬০০ টাকা খরচ হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারি ক্রয় কমিটির প্রস্তাবনাগুলোর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের ১টি এবং শিল্প মন্ত্রণালয়ের ২টি প্রস্তাবনা ছিল। ক্রয় কমিটিতে কমিটির অনুমোদিত ৩টি প্রস্তাবে মোট বরাদ্দের পরিমাণ ৭৬৪ কোটি ৩০ লাখ ১২ হাজার ১০০ টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ৪৪৮ কোটি ৮২ লাখ ৬৪ হাজার টাকা এবং দেশীয় ব্যাংক ঋণ ৩১৫ কোটি ৪৭ লাখ ৪৮ হাজার ১০০ টাকা উৎস ধরা হয়েছে।
এমকে