শোভিতায় মজেছেন নাগা!

০৪ অগাস্ট ২০২২

সামান্থা রুথ প্রভুর সঙ্গে নাগা চৈতন্যর সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। বিচ্ছেদ নিয়ে দু’জনের মতবিরোধ ও কটাক্ষের ঝড়ও উঠেছে নেটমাধ্যমে। সামান্থা-নাগার বিচ্ছেদের কারণ হিসেবে উঠে এসেছে তেলুগু অভিনেত্রী শোভিতা ধুলিপালার নাম।

 

তবে বিষয়টি নিয়ে সবসময় নীরব থেকেছেন শোভিতা আর রহস্যময় হাসি হেসে পাশ কাটিয়েছেন নাগা। এ হাসিই তার সম্মতি বলে মনে করেন চৈতন্যর অনুরাগীরা। মুম্বাই সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নাগা বলেছিলেন ক্যাটরিনা কইফকে পছন্দ করেন তিনি। কিন্তু ক্যাটের সঙ্গে দেখা করার সুযোগ পাননি এখনও।

 

সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর কিছুটা বিরতি নিয়ে সম্প্রতি আবার কাজে ফিরেছেন এ অভিনেতা। ভেঙ্কট প্রভুর পরিচালনায় একটি ছবির শ্যুটিংও শুরু করেছেন, যেখানে নাগাকে দেখা যাবে পুলিশ অফিসারের ভূমিকায়। চৈতন্যর প্রথম ওয়েব সিরিজ ‘ধুথা’র কাজও শেষ। খুব শীঘ্রই আমাজন প্রাইমে দেখা যাবে এ সিরিজ। ঝুলিতে রয়েছে আরও কয়েকটি ছবির কাজ। তার মধ্যে মুক্তির অপেক্ষায় তার প্রথম হিন্দি ছবি ‘লাল সিংহ চড্ডা’।


মন্তব্য
জেলার খবর