আগের তিন কার্যদিবসের মতো বুধবারও (৩ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান দেখা গেছে। একইসঙ্গে আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে লেনদেন, পরিমাণে ১২ কোটি ১৩ লাখ টাকা। অন্যদিকে আরেক পুঁজিবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই ধরণের চিত্র দেখা গেছে।
ডিএসইর সূচকগুলোর মধ্যে ডিএসইএক্স ৫০ দশমিক ৮৭, ডিএসইএস ৮ দশমিক ১৫ পয়েন্ট আর ডিএস৩০ সূচক ৩০ দশমিক ২৪ দশমিক ৬১ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। এতে ডিএসইএক্স ৬ হাজার ৩০০ দশমিক ১০, ডিএসইএস এক হাজার ৩৭০ দশমিক ৫১ আর ডিএস৩০ সূচক ২ হাজার ২৫৮ দশমিক ৮২ পয়েন্টে অবস্থান করে। লেনদেন হয় মোট এক হাজার ১৯৫ কোটি ৪১ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল এক হাজার ১৮৩ কোটি ২৭ লাখ ৪৮ হাজার টাকা। লেনদেন হওয়া মোট ৩৮২ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫২টির, বিপরীতে কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত থাকে ৬৮টির দর।
অন্যদিকে সিএসইতে সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৯৮ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৭৩ দশমিক ৭০ পয়েন্টে এবং সিএএসপিআই ১৪ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৩৫৬ দশমিক ৩৪ পয়েন্টে অবস্থান করে। লেনদেও হওয়া মোট ৩০৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৫০টির, বিপরীতে কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত থাকে বাকি ৫৭টির। ২১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। আগের কার্যদিবসে লেনদেনের টাকার অঙ্ক ছিল ১৬ কোটি ৯৫ লাখ।
এমকে