তাইওয়ান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ঢাকা

০৪ অগাস্ট ২০২২

তাইওয়ান প্রণালিতে উদ্ভূত সংকট বাংলাদেশ গভীরভাবে পর্যবেক্ষণ করছে।  একই সঙ্গে সেখানে কোনও শান্তি ও স্থিতিশীলতা নষ্ট না হয়, সে জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযত আচরণের আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট)  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে,  বাংলাদেশ ‘ওয়ান চায়না’ নীতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করছে। আর ইউএন চার্টার ও সংলাপের মাধ্যমে সব পক্ষকে মতভেদ দূর করার আহ্বান জানাচ্ছে।

এমকে


মন্তব্য
জেলার খবর