টানা চারবার চ্যাম্পিয়ন বাংলাদেশ

২১ মার্চ ২০২২

জাকার্তায় অনুষ্ঠিত এএইচ কাপ হকির ফাইনালে ওমানকে হারিয়ে টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। রোববার টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ পেনাল্টি শুট আউটে ৫-৩ গোলে ওমানকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। এনিয়ে এ টুর্নামেন্টে টানা চারবার চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।

 

চীন নাম প্রত্যাহার করায় বাংলাদেশ ও ওমান ফাইনাল খেলবে তা অনেকটা নিশ্চিত ছিল। কেননা অন্যদের ফাইনাল খেলার যোগ্যতা ছিল না। শেষ পর্যন্ত তাই হয়েছে। দুই ফেবারিট দল উপভোগ্য ফাইনাল উপহার দিয়েছে। গ্রুপ পর্বে ৩-২ গোলে হারলেও ফাইনালে ওমানও জ্বলে ওঠে।

 

আক্রমণ আর পাল্টা আক্রমণে কে যে জিতবে তা বলা যাচ্ছিল না। চার কোয়ার্টারে ম্যাচ ১-১ গোলে ড্র ছিল। বাংলাদেশ সোহানুর রহমান সবুজের গোলে প্রথম কোয়ার্টারে এগিয়ে যায়। ১৯ মিনিটে ম্যাচের সমতা ফেরান ওমানের আল ফাহাদ। ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় পেনাল্টি শুট আউটে।

 

অধিনায়ক সারোয়ার শিরোপার কথাই বলেছিলেন। শেষ পর্যন্ত তারা সফলও হয়েছেন। গ্রুপ পর্বে ইন্দোনোশিয়া ৭-২, সিঙ্গাপুর ৭-০, ইরান ৬-২, ওমান ৩-২ ও সেমিতে কাজাখস্তানকে ১-৮ গোলে হারিয়ে ফাইনালে ওঠে।

 

চ্যাম্পিয়ন বাংলাদেশ ছাড়াও রানার্সআপ ওমান ও তৃতীয় হওয়ায় শ্রীলঙ্কাও এশিয়া কাপে সুযোগ পেয়েছে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর