বলিউডের জনপ্রিয় নায়ক অক্ষয় কুমার। সুপার স্টারের মতোই জীবনযাপন তার। দারুণ নিয়মানবর্তী তিনি। সঠিক সময়ে শ্যুটিং শুরু করা। সময় মতো কাজ শেষ করা। কোনো পার্টিতে যেতে খুব বেশি পছন্দ করেন না তিনি। শুটিং শেষে সোজা বাড়ি চলে আসেন। তার সাথে যারা থাকেন, তারাও এ নিয়মে অভ্যস্ত। বছরে তিন-চারটে ছবিতে কাজ করেন তিনি। কিন্তু তারপরও বছরে সবথেকে বেশি ছুটি তিনিই নেন। মুম্বাইয়ের এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এ অভিনেতা।
তিনি বলেন, “আমার কেরিয়ারের প্রথম দিন থেকে অনেকে প্রশ্ন করে এসেছেন কেন আমি বছরে চারটে ছবিতে একসঙ্গে কাজ করি? সবাই বলে একটু কম কাজ করতে। কিন্তু সবার উদ্দেশে বলতে চাই, আমি সব থেকে বেশি ছুটি নিই। রবিবার কাজ করি না। শনিবার অর্ধেক বেলা কাজ করি।”
দিনে আট ঘণ্টার বেশি কাজ করেন না অক্ষয় কুমার। তবে সেই আট ঘণ্টার এক মিনিটও নিজের ভ্যানিটিতে কাটান না। অন্যান্য তারকাদের ১৪-১৫ ঘণ্টা কাজের সমান হলো অক্ষয়ের আট ঘণ্টার শ্যুটিং।