আ. রহিমের মৃত্যুর ঘটনায় ওসিসহ পুলিশের ৩৬ সদস্যের নামে মামলা

০৫ অগাস্ট ২০২২

ভোলা প্রতিনিধি:

ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম মাতাব্বার নিহতের ঘটনায় ভোলা সদর মডেল থানার ওসি ও পরিদর্শকসহ (তদন্ত)পুলিশের ৩৬ সদস্যের নামে মামলা হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) ভোলা জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন আব্দুর রহিমের স্ত্রী খাদিজা বেগম। মামলার আরজিতে আব্দুর রহিমের মৃত্যুকে হত্যা দাবি করা হয়েছে। ৩১ জুলাই বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলায় বিক্ষোভ-সমাবেশের প্রস্তুতিকালে পুলিশ ও বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন আব্দুর রহিম। তেল-গ্যাস, বিদ্যুৎসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

খাদিজা বেগমের আইনজীবী আমিরুল ইসলাম বলেন, আদালত ভোলা সদর থানা পুলিশকে ৮ আগস্টের মধ্যে ময়নাতদন্ত প্রতিবেদন, সুরতহাল প্রতিবেদন, মেডিকেল প্রতিবেদনসহ সব তথ্য-উপাত্ত আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন। মামলার বাদী বিচারকের কাছে মামলাটি বিচার বিভাগীয় কিংবা র‌্যাব দিয়ে তদন্তের দাবি করেছেন।

মামলায বিষয়ে ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমরা বিষয়টি এখনো জানতে পারিনি। কাগজপত্র হাতে এলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কামরুজ্জামান শাহীন/এমকে


মন্তব্য
জেলার খবর