হত্যাযজ্ঞ বন্ধ করার আহ্বান পোপ ফ্রান্সিসের

২১ মার্চ ২০২২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে অনর্থক হত্যাযজ্ঞ আখ্যা দিয়ে অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন ক্যাথলিকদের শীর্ষ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। তিনি রোমে ভ্যাটিকান শিশু হাসপাতালে চিকিৎসাধীন ইউক্রেনের যুদ্ধ শরণার্থী শিশুদের সঙ্গে দেখা করার সময় এ আহ্বান জানান।

 

তিনি বলেন, ইউক্রেনে প্রতিদিন নৃশংসতা ও ব্যাপক ধ্বংসযজ্ঞ সংঘটিত হচ্ছে। যুদ্ধের জন্য দায়ী আন্তর্জাতিক সকল পক্ষকে তিনি যুদ্ধ বন্ধে প্রকৃত উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি।

 

পোপ ফ্রান্সিস আরো বলেন, এ সপ্তাহে ইউক্রেনের বেসামরিক নাগরিক, অন্তঃসত্ত্বা নারী ও শিশুদের ওপর বোমা ফেলা হয়েছে। হাসপাতালে তিনি হাতবিহীন, মাথায় আঘাতপ্রাপ্ত শিশু দেখেছেন বলে উল্লেখ করেন।

 

সূত্র: বিবিসি


মন্তব্য
জেলার খবর