মন্তব্য
‘লাল সিং চড্ডা’ নিয়ে তুমুল তোপের মুখে বলিউড অভিনেতা আমির খান। ‘ভারতজুড়ে বাড়ছে অসহিষ্ণুতা’- মিস্টার পারফেকশনিস্টের এ মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে উঠেছেন ভারতীয়রা। এবার তারসাথে যোগ হলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতও।
বুধবার ইনস্টাগ্রামে স্টোরি আপলোড করে আমিরকে কটাক্ষ করে কঙ্গনা লেখেন, ‘লাল সিং চড্ডা’ হিট করাতেই আমির পুরনো কৌশলে বিতর্ক উসকে আলোচনায় আসছেন! আমার মনে হয় জোর করে গোটা দেশজুড়ে আবারো নেগেটিভিটি ছড়ানো হচ্ছে। কারণ, সামনেই ‘লাল সিং চড্ডা’র মুক্তি। ছবি হিট করাতে আমির সব সময়ই বিতর্ক উসকে দিতে ওস্তাদ।