পুতিনের সঙ্গে আলোচনায় বসতে চান জেলেনস্কি

২১ মার্চ ২০২২

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তবে তিনি একইসঙ্গে সতর্ক করেছেন, যদি আলোচনার চেষ্টা ব্যর্থ হয়, তাহলে দুই দেশের মধ্যে লড়াই ‘তৃতীয় বিশ্বযুদ্ধের’ দিকে নিয়ে যাবে।' জেলেনস্কি রোববার সকালে গণমাধ্যমে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন।

 

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, যদি আমাদের যুদ্ধ বন্ধ করার মাত্র ১ শতাংশ সুযোগ থাকে, আমি মনে করি আমাদের এ সুযোগটি নেওয়া দরকার। যুদ্ধে প্রতিদিন নিরীহ মানুষ মারা যাচ্ছে উল্লেখ করে তিনি হতাশা প্রকাশ করেন।

 

জেলেনস্কি বলেন, রুশ বাহিনী আমাদের নির্মূল করতে, আমাদের হত্যা করতে এসেছে। কিন্তু আমরা আঘাত মোকাবেলা করতে সক্ষম, তাদের পাল্টা আঘাত করতে সক্ষম। কিন্তু, দুর্ভাগ্যবশত মানুষের জীবন রক্ষা করা যাচ্ছে না। সুতরাং, আমি মনে করি আমাদের আলোচনার যেকোনো সুযোগ, সম্ভাবনা গ্রহণ করতে হবে। আলোচনা ব্যর্থ হলে সেটা হবে তৃতীয় বিশ্বযুদ্ধ।


মন্তব্য
জেলার খবর