গাজায় বিমান হামলা চালাল ইসরাইল। শুক্রবারের এ হামলায় নিহত হযেছেন আট জন। নিহতদের মধ্যে রয়েছে পাঁচ বছরের একটি শিশু। আহত অন্তত ৪০ জন। জানিয়েছে প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রনালয়।
হামলার কথা টুইটারে স্বীকার করেছে ইসরাইয়েলের সেনা। জানিয়েছে, ফিলিস্তিনি ইসলামি জিহাদী গোষ্ঠী হামাসের মোকাবিলায় এ পদক্ষেপ। প্রসঙ্গত, চলতি সপ্তাহেই গাজায় এ ফিলিস্তিনিকে গ্রেফতার হয়েছে ইসরাইল। তারপর থেকেই আটঘাট বাঁধছিল ইসরাইল। চার দিন আগেই গাজার যাওয়ার দু’টি ক্রসিং বন্ধ করে দিয়েছে তারা। গাজা সীমান্ত লাগোয়া নাগরিকদের যাতায়াত করা নিয়ে হুঁশিারিও দিয়েছে ইসরায়েল সরকার।
হামাস অধিকৃত গাজায় বসবাস করেন প্রায় ২০ লক্ষ পফিলিস্তিনি। স্থানীয়রা জানিয়েছেন, সেন্ট্রাল রিমালের একটি আবাসনে বিমান থেকে বোমা ফেলতে দেখেছেন তারা। শহরের আরও অনেক জায়গাতেই হামলা চালিয়েছে ইমরাইলি সেনা।