তাইল্যান্ডের একটি নাইট ক্লাবে ভয়াবহ আগুনে পুড়ে মৃত্যু হয়েছে অন্তত ১৩ জনের। আহত হয়ে হাসপাতালে ৩৫ জন। বৃহস্পতিবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কীভাবে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত তা জানা যায়নি।
দেশটির পুলিশ সূত্রে জানানো হয়েছে, বৃহস্পতিবার বাংলাদেশ সময় বারোটা নাগাদ আচমকাই মাউন্টেন বি নাইট ক্লাবে আগুন লেগে যায়। কিছু বুঝে ওঠার আগেই আগুন ভয়াবহ আকার ধারণ করে।
চোনবুরির পুলিশ কর্নেল উত্তিপং সোমজাই বলেন, ‘‘রাত একটা নাগাদ আমাদের কাছে আগুন লাগার খবর আসে। দ্রুত সেখানে পৌঁছাই। কীভাবে আগুন লাগল, তা এখনও পরিষ্কার নয়। এখনও পর্যন্ত যা খবর পেয়েছি, মৃত ও আহতরা সকলেই থাইল্যান্ডের বাসিন্দা। বাইরের কেউ ছিলেন না।’’
আগুন লাগার সময় নাইট ক্লাবে অন্তত ৮০ জন উপস্থিত ছিলেন। আগুনের তাণ্ডবের মধ্যেও কয়েক জন সুরক্ষিতভাবে বেরিয়ে আসতে পেরেছিলেন। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।