৪৮-এ পা রাখলেন কাজল

০৬ অগাস্ট ২০২২

কাজল-অজয় দেবগণ বলিউডের প্রথম সারির জুটিদের মধ্যে অন্যতম। সেই নব্বইয়ের দশক থেকে কাজল-অজয় জুটিতে মজে দর্শক। ৫ অগস্ট ছিল কাজলের জন্মদিন। আর এ বিশেষ দিনে সেই প্রেমেরই আরেক ঝলক দেখল ভক্তরা।

 

বয়স প্রায় ৫০ ছুঁই ছুঁই। কিন্তু তাকে দেখে বোঝার উপায় নেই। কাজলের ৪৮তম জন্মদিনে বিশেষ শুভেচ্ছা এল মাধুরী দীক্ষিতের তরফ থেকেও। কাজলের ছবি ভাগ করে নিয়ে নায়িকা লেখেন, ‘শুভ জন্মদিন। এভাবেই অভিনয় করে যাও। আর আমাদের আনন্দ দিয়ে যাও।’ শুধু অজয়, মাধুরী নয় শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুষ্কা থেকে দীপিকা সবাই।


মন্তব্য
জেলার খবর