দেশ-বিদেশ মিলিয়ে হাজার হাজার অনুরাগী হিরো আলমেন। শেষ কয়েক দিনে তার গান নিয়ে বিতর্কের শেষ নেই। এবার হিরো আলমের গান করা নিয়ে কঠোর সিদ্ধান্ত নিল পুলিশ। তাকে বলা হয় যেন তিনি গান গাওয়া বন্ধ করেন। তাকে গ্রেফতারও করে পুলিশ।
এ প্রসঙ্গে হিরো আলম বলেন, “আমি আতঙ্কে আছি। আমাকে মানসিক নির্যাতন করছে পুলিশ। বাকস্বাধীনতা সবার রয়েছে।”
তিনি জানান, সাধারণ মানুষ তাকে পছন্দ করেছে বলেই আজ তার এত এত অনুসরণকারী। কোনওটাই ভুয়ো নয়। কোনও সংবিধানে লেখা নেই যে কেউ ভালবেসে গান গাইতে পারবে না। এ বেসুরো গানই দর্শক ভালবেসে এসেছে। সুতরাং তার উপর এ অত্যাচার বন্ধ হোক।
হিরো আলমের ক্ষোভ, তিনি দরিদ্র পরিবারের সন্তান। গায়ের রং কালো। এ নিয়েও নাকি বহু জনের আপত্তি। তার বিরুদ্ধে তাই অকারণ ঘৃণা ছড়ানো হচ্ছে। হিরো আলমের আফসোস, এগুলোর কোনোটায় তার হাত নেই। একই সঙ্গে দাবি, মানুষ না ভালোবাসুক, আল্লাহ তাকে ভালোবাসেন।