সবাইকে জেগে উঠতে হবে: মির্জা ফখরুল

০৬ অগাস্ট ২০২২

দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিকে মরার ওপরে খাড়ার ঘা হিসেবেই দেখছেন  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, এ মূল্য বৃদ্ধি ভয়ংকর প্রভাব ফেলবে দেশের সমগ্র অর্থনীতির ওপরে। এটা দেশের মানুষকে ক্ষতিগ্রস্থ করবে। তাই আর সময় নেই। সবাইকে জেগে উঠতে হবে। সরকারকে পরাজিত করতে হবে। শনিবার (৬ আগস্ট) এক ছাত্র সমাবেশে এসব কথা বলেন। পুলিশ ও বিএনপির মধ্যে সংঘর্ষে ভোলা জেলা ছাত্রদল সভাপতি নূর আলমের মৃত্যুর ঘটনায় রাজধানী ঢাকার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ আয়োজন করে কেন্দ্রীয় ছাত্রদল।

বর্তমান সরকার হঠাতে সব রাজনৈতিক দলকে দৃঢ় ঐক্য গড়ে তোলার আহবান জানিয়ে মির্জা ফখরুল আরো বলেন আসুন আজ জাতির প্রয়োজনে, ভবিষ্যতে প্রজন্মের প্রয়োজনে ঐক্যবদ্ধ হয়ে এ ভয়াবহ, অগণতান্ত্রিক, দানবীয়, কর্তৃত্ববাদী সরকারকে সরিয়ে জনগণের পার্লামেন্ট ও জনগণের সরকার প্রতিষ্ঠা করি।

জ্বালানি তেলে মূল্য বৃদ্ধির প্রভাব প্রসঙ্গে বিএনপি মহাসচিব বেলন, এতে বেড়ে যাবে পরিবহন ব্যয়, পরিবহন ভাড়া। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য— চাল,ডাল,আটা,তেল আবার দ্বিগুণ থেকে দ্বিগুণ হয়ে যাবে।  ক্ষতিগ্রস্থ হবে সাধারণ মানুষ, যারা দিন আনে দিন খায়। এভাবে বার বার বিদ্যুতের,গ্যাসের ও সয়াবিন তেলের দাম বাড়ানো হচ্ছে- যোগ করেন মির্জা ফখরুল।

ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেন- বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, আমান উল্লাহ আমান, আবদুস সালাম, রুহুল কবির রিজভী প্রমুখ।

এমকে


মন্তব্য
জেলার খবর