দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরের দিনেই যাত্রী প্রতি বাসভাড়া বাড়ানো হয়েছে, কিলোমিটার প্রতি দূরপাল্লার বাসে ২২ শতাংশ আর মহানগরে ১৬ শতাংশ। পরিবহন নেতাদের সঙ্গে বিআরটিএর বৈঠকে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়।
সিদ্ধান্তু অনুযায়ী, টাকার অংকে দূরপাল্লার বাসের ক্ষেত্রে ২ টাকা ২০ পয়সা আর মহানগরীতে বিভিন্ন রুটের ক্ষেত্রে বাসে ২ টাকা ৫০ পয়সা ও মিনিবাসে ২ টাকা ৪০ পয়সা ভাড়া পূনঃনির্ধারণ করা হয়েছে। বৈঠক শেষে ভাড়া বাড়ানোর ঘোষণা দেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী। নতুনভাবে ভাড়া বাড়ানোর আগে দূরপাল্লার ক্ষেত্রে বাসে ১ টাকা ৮০ পয়সা আর মহানগরীতে বাসে ২ টাকা ১৫ পয়সা ও মিনিবাসে ২ টাকা ১০ পয়সা নির্ধারিত ছিল ভাড়া। সর্বনিম্ন বাস ভাড়া ১০ টাকা আর মিনিবাসে ৮ টাকা ছিল।
জানা গেছে, ভাড়া বাড়ানোর বিষয়ে বিকাল ৫টায় বৈঠকটি শুরু হয়, চলে রাত সাড়ে নয়টা পর্যন্ত। বৈঠকে সভাপতিত্ব করেন বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার। উপস্থিত ছিলেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহসহ অংশীজনরা।
বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বৈঠকে সবার আলোচনা পর্যালোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার রাতে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। জ্বালানি মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার থেকে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ ও পেট্রোল ১৩০ টাকায় বিক্রি হবে। দাম বাড়ানোর আগে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ৮০ টাকা এব অকটেন ৮৯ ও পেট্রোল ৮৪ টাকা নির্ধারিত ছিল দাম।
এমকে