এক ভারতীয় সংবাদ চ্যানেলের হয়ে তালিবানের আফগানিস্তান দখলের বর্ষপূর্তি এবং সে দেশে আল কায়দার শীর্ষ নেতা আয়মান আল-জাওয়াহিরির হত্যার খবর করতে গিয়ে অপহৃত হন এক পাকিস্তানি সাংবাদিক। পরে অবশ্য মুক্তি পেয়েছেন তিনি। তবে তার উপরে অত্যাচার চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার আফগানিস্তানে পা রাখেন আনাস। পরের দিন থেকে তার খোঁজ মিলছিল না। সে কথা প্রথম টুইট করে করে জানান অনাসের এক সহকর্মী। তিনি বলেন যে, ফোনে পাওয়া যাচ্ছে না আনাসকে। কাবুলের পাক দূতাবাসও কোনো খবর দিতে পারছে না। পরে কাবুলের পাক দূতাবাসের রাষ্ট্রদূত মনসুর অহমেদ খান বলেন, ‘‘আনাস মালিকের সাথে আমার ফোনে কথা হয়েছে। তিনি কাবুলে নিরাপদেই আছেন। দূতাবাসের পক্ষ থেকে তার সাথে অনাবরগত যোগাযোগ রাখা হবে।’’ তারপর আসে অনাসের নিজের তিন শব্দের টুইট, ‘আমি ফিরে এসেছি।’
ফিরে এসে নিজের দুর্বিষহ অভিজ্ঞতার কথা জানান আনাস। তিনি জানান, হাতকড়া পরিয়ে তার চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল। সাংবাদিকতার পরিসর নিয়ে প্রশ্ন করা হচ্ছিল। ব্যক্তিগত নানা প্রশ্নও করা হয়। আনাস বলেন, ‘‘শুক্রবার সন্ধ্যায় আমাকে অন্য একটা ঘরে নিয়ে যাওয়া হয়। বলা হয় যে অনুবাদক এলেই আমাকে ছেড়ে দেওয়া হবে।’’ তার উপর কী পরিমাণ অত্যাচার হয়েছে তা তুলে ধরতে নিজের ছেঁড়া পোশাক ও একাধিক চোটের ছবিও শেয়ার করেন আনাস।
তবে আনাসকে ছেড়ে দিলেও এখনও তালিবানের হাতে আটক রয়েছেন তার স্থানীয় প্রডিউসার এবং তাঁর গাড়িচালক।