অবশেষে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে নায়িকা সুবাহর। রফিক সিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ সিনেমায় বড় পর্দা দিয়েই হাজির হচ্ছেন তিনি। ঈদের পরই মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
সিনেমার পরিচালক রফিক সিকদার বলেন, সেন্সর বোর্ড মুক্তির অনুমতি দিয়েছে। যারা বোর্ডে ছিলেন তাদের কয়েকজন ফোন করে প্রশংসা করেছেন। তিনি আরও বলেন, আগামী ২০শে মে সিনেমাটি মুক্তি পাবে। ঈদে বেশ কয়েকটি সিনেমা মুক্তি পাবে বলে ঈদের ২ সপ্তাহ পর মুক্তির পরিকল্পনা করেছি। এখন হলের সংখ্যা অল্প তাই এই সিদ্ধান্ত।
সিনেমায় সুবাহ’র বিপরীতে অভিনয় করছেন শিপন মিত্র। এ নির্মাতা আরো জানান, সিনেমাটিতে সংখ্যালঘু তিনটি মানুষের স্বপ্ন, হতাশা, হাহাকারের গল্প রয়েছে। গল্পের স্থান মহানায়িকা সুচিত্রা সেনের স্মৃতিবিজড়িত পাবনা শহর। সেখানেই শৈশব থেকে বেড়ে ওঠে হিন্দু ধর্মাবলম্বী রুদ্র ও হিন্দু ধর্মাবলম্বী চন্দ্রাবতী (সুবাহ)। কৈশোরে তাদের প্রণয় হয় এবং পরিণত বয়সে যার সমাপ্তি ঘটে বিয়োগান্তক পরিস্থিতিতে। সিনেমাটিতে সুবাহ-শিপন ছাড়া আরও অভিনয় করেছেন তানভীর তনু, ওমর সানি ও শাহনূর। ২০১৯ সালের ১০ ডিসেম্বর ঢাকায় সিনেমাটির শুটিং শুরু হয়। সিনেমাটির গল্প, সংলাপ ও চিত্রনাট্যও রফিক সিকদারের।