ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরাইলের বিমান হানার জেরে গাজায় নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। শুক্রবার থেকে শুরু হওয়া লড়াইয়ে এখনও পর্যন্ত অন্তত ১৫ জন ফিলিস্তিনী নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।
যুদ্ধবিরতির সমঝোতায় ইতি টেনে শুক্রবার থেকে ফিলিস্তিনের কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন গাজায় অভিযান শুরু করেছে ইসরাইল সেনা। শনিবার ভোররাতে কয়েক দফা বিমান হামলাও চালায় সেখানে। তবে গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রক সশস্ত্র গোষ্ঠী হামাস নয়, এবারের অভিযানে ইসরাইলের মূল লক্ষ ফিলিস্তিনের ইসলামিক জিহাদ (পিআইজে) নামে একটি সংগঠনের নেতা ও সদস্যরা।
‘ইসরাইলি ডিফেন্স ফোর্স’ (আইডিএফ)-এর মুখপাত্র রিচার্ড হেক্ট শনিবার দাবি করেছেন, বিমান হামলায় পিআইজে-র এক প্রথম সারির কমান্ডার নিহত হয়েছেন। তিনি বলেন, ‘‘প্রাথমিকভাবে আমরা ১৫ জনের মৃত্যুর খবর জানতে পেরেছি। তবে সেনা অভিযান এখনও চলছে।’’ ফলে নিহতের তালিকা দীর্ঘতর হওয়ার আশঙ্কা রয়েছে।
নিহতদের মধ্যে রয়েছেন নারী ও শিশুসহ অন্তত ১০ জন। আকাশপথে হামলার পাশাপাশি শনিবারের অভিযানে মর্টার ও রকেটও ব্যবহার করছে ইসরাইলি ফৌজ। মেশিনগান ও রকেট নিয়ে পাল্টা হামলা চালিয়েছে ফিলিস্তিনের যোদ্ধারাও।