৭৫তম স্বাধীনতা দিবসের আগে দক্ষিণী তারকা রজনীকান্তের সাথে দেখা অনুপম খেরের।পাপারাৎজির সামনে পোজ দিলেন দুই বর্ষীয়ান অভিনেতা। সে ছবি পোস্ট করে অনুপম খের লিখেলেন, ‘আমার বন্ধু রজনীকান্তের মতো আর কেউ নেই। থাকবেও না। কখনও ছিল না। জয় হো। আজাদিকা অমৃত মহোৎসব।’
ছবিতে রজনীকান্তকে এক হাতে জড়িয়ে রয়েছেন অনুপম। দু’জনের মুখে অনাবিল হাসি। দু’জনেরই পরনে কুর্তা পাজামা। রাষ্ট্রপতি ভবনের সামনে তোলা তাদের একগুচ্ছ ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। স্বাধীনতা দিবসের ৭৫তম বার্ষিকীর ৭৫ সপ্তাহ আগে অর্থাৎ ১২ মার্চ, ২০২১-এ শুরু হয়েছিল এ অনুষ্ঠান। যার নাম ‘আজাদি কা অমৃত মহোৎসব’।
অনুপম মিশুকে মানুষ। দেশের বিভিন্ন প্রান্তে বন্ধুদের বাড়ি পৌঁছে যান তিনি। আড্ডা দিয়ে আসেন। সম্প্রতি পরিচালক এসএস রাজামৌলির সঙ্গেও ছবি শেয়ার করেছেন। হায়দরাবাদে রাজামৌলির বাড়িতে গিয়েছিলেন তিনি। সেখানে ভালবাসা, উষ্ণ আতিথেয়তা এবং সুস্বাদু মধ্যাহ্নভোজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার কথায়, ‘‘সবার থেকে প্রতিনিয়ত শিখছি। কত কী যে শেখার আছে!’’
অনুপমকে শেষ দেখা গিয়েছিল বিবেক অগ্নিহোত্রীর ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’-এ। তার ঝুলিতে এখন প্রয়াত রাজনৈতিক নেতা জয়প্রকাশ নারায়ণের চরিত্র। আগামী দিনে অনুপমকে দেখা যাবে কঙ্গনা রানাউতের ছবি, ‘ইমার্জেন্সি’-তে। সে ছবিতেই প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর ভূমিকায় অভিনয় করেছেন পরিচালক, চিত্রনাট্যকার কঙ্গনা।