সূচক ও লেনদেন কমেছে

২১ মার্চ ২০২২

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  রোববার  (মার্চ) সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর কমেছে। কমেছে সূচক ও লেনদেনও। একই ধরণের চিত্র দেখা গেছে চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)।

ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৭৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৩টির, কমেছে ৩৩৯টির এবং বাকি ১৭টির অপরিবর্তিত ছিল। সূচকগুলোর মধ্যে ডিএসইএক্স ৬৭ দশমিক ৫৪ পয়েন্ট কমে ৬ হাজার ৬৯৮ দশমিক ০৪ পয়েন্টে, ডিএসইএস ১৩ পয়েন্ট কমে এক হাজার ৪৪১ দশমিক ৩০ পয়েন্টে ও ডিএস৩০ সূচক ২৩ দশমিক ৫০ পয়েন্ট কমে দুই হাজার ৪৩৪ দশমিক ৯৮ অবস্থান করে। আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ২১৯ কোটি ৫৯ লাখ টাকা,লেনদেন হয় ৬১৬ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল ৮৩৫ কোটি ৭০ লাখ টাকার।

অন্যদিকে সিএসইতে এদিনে ২৮২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩০টির, কমেছে ২৩৭টির এবং ১৫টির দর অপরিবর্তিত ছিল। সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৯৯ দশমিক ৩৩ পয়েন্ট কমে ১১ হাজার ৭৯১ দশমিক ২০ পয়েন্টে ও সিএএসপিআই ১৬৫ দশমিক ৪৭ পয়েন্ট কমে ১৯ হাজার ৬৫৫ দশমিক ৭১ পয়েন্টে অবস্থান করে। লেনদেন হয়েছে ১৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৩ কোটি ২২ লাখ টাকার।

এমকে


মন্তব্য
জেলার খবর