৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

০৭ অগাস্ট ২০২২

করোনা সংকট মোকাবিলায় বাংলাদেশকে আরও ৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রকল্পের আওতায় এ সংক্রান্ত ঋণচুক্তি হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার বিভাগের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর। রোববার (৭ আগস্ট) বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে এ চুক্তি সই হয়েছে।

বিশ্বব্যাংকের স্পেশাল ড্রয়িং রাইটসের (এসডিআর) মুদ্রায় এ ঋণ দেওয়া হবে। পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরের মধ্যে এ ঋণ পরিশোধ করতে হবে।  গ্রেস পিরিয়ড শেষে ঋণের ওপর বার্ষিক শূন্য দশমিক ৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ এবং এক দশমিক ২৫ শতাংশ হারে সুদ দিতে হবে।

এমকে


মন্তব্য
জেলার খবর