আগামী অক্টোবর মাস থেকে দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বলেছেন, তখন আর লোডশেডিং থাকবে না বলে আশা করা হচ্ছে। বর্তমানের বিদ্যুৎ ঘাটতি সেপ্টেম্বর নাগাদ কেটে যাবে। রোববার (৭ আগস্ট) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। রাজধানী ঢাকায় বিদ্যুৎ ভবনে এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রতিমন্ত্রী
প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান,সেপ্টেম্বর থেকে আস্তে আস্তে লোডশেডিং কমিয়ে আনার চিন্তা করছে বিদ্যুৎ বিভাগ। অন্তত অর্ধেকের বেশি লোডশেডিং থেকে বেরিয়ে আসবে। তিনি জানান, লোডশেডিং কমাতে উৎপাদন বাড়িয়ে দেওয়া হবে। ধীরে ধীরে গ্যাসের পরিমাণ বাড়িয়ে নিয়ে আসা হবে। হয়তো অক্টোবর থেকে আগের অবস্থানে ফিরে যাওয়া যাবে। সে পর্যন্ত গ্রাহকদের ধৈর্য্য ধরার অনুরোধ জানান বিদ্যু প্রতিমন্ত্রী।
এমকে